আমরা প্রবাসী
দেহের লোহিত রক্ত কণিকা পানি করে
মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করি
পরিবার পরিজন নিয়ে
দুমুঠো ডাল ভাত খেয়ে দিনাতিপাত করি।


আমরা প্রবাসী
আমাদের রক্ত ঝরানো রেমিট্যান্সের টাকায়
সচল তোমাদের অর্থনীতির চাকা
এই রেমিট্যান্সের টাকায় পরিশোধ কর তোমরা
তোমাদের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি
এ কোন সাহসে রক্তচক্ষু করে
আঙুল উঁচিয়ে গালি দাও রেমিট্যান্স যোদ্ধাদের?
আমরা আঙুল টুটতে জানি
আমরা ঘাড় ভাংতে জানি।


আমরা প্রবাসী
সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্যে রুপান্তর করিনা
আমরা সত্যের সাহসী সৈনিক
হৃদয়ে লালন করি মানবতার ভীত (ভিত্তিপ্রস্তর)
দেশের টাকা বিদেশে নয়, বিদেশের টাকায় গড়ি দেশ।
আমাদের হৃদয় তোমাদের হৃদয়ের মতো এতো সংকীর্ণ নয়
আকাশের মতো বিশাল আর মৃত্তিকার মতো উদার।


আমরা প্রবাসী
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে জানি
জানি খাবার ভাগাভাগি করে খেতে
আমাদের বুকের ছাতি এবং কাঁধ
আরবের তাবুকের চেয়েও প্রসস্থ এবং মজবুত
অন্যের দুঃখ বুক বাড়িয়ে নিতে জানি
নিতে জানি অবহেলিত, জর্জরিত, লুণ্ঠিত মানুষের দায়িত্ব।


আমরা প্রবাসী
সৃষ্টির নয় স্রস্টার গোলামী করি
অন্যের স্বপ্ন পূরনে রাতদিন পরিশ্রম করি।
মরুর দেশের উত্তপ্ত রোদে পুড়ে
রাখালী করি বিসৃত মরুভূমিতে।