নারী আঁটকায় কিসে?
এমন পোস্ট দেখতে দেখতে দেহ ভরে গিয়েছে বিষে।
দার্শনিক আঁটকায় দর্শনে, শিল্পী অঙ্কনে!
স্রস্টা আঁটকায় সৃজনে, পূজারী পূজনে!
ভুখা আঁটকায় ভোজনে, প্রেমিক সুজনে!
জানো কবি আঁটকায় কিসে?
একবিন্দু শিশির যখন দ্যাখে ধানের শীষে!
কবির হৃদয়, ধ্যান, চিন্তা সেখানে যায় মিশে।
এখন বলো দ্যাখি নারী আঁটকায় কিসে?
কুম্ভকার আঁটকায় মৃৎশিল্পে, কামার লোহায়!
সাতজন ঘুমন্ত যুবক আঁটকেছিলো আসহাবে কাহাফের গুহায়!
মালী আঁটকায় ফুলে, গাছ তার মূলে!
দুগ্ধ শিশু মায়ের কোলে,নদীর এপার-ওপার পুলে!
মাছ আঁটকায় জালে, চুম্বন গালে!
বিরোধীদল আঁটকায় হরতালে,ক্ষমতাসীন দূর্নীতিতে!
গরীব আঁটকায় পেটনীতিতে, সিঁদুর সিঁথিতে!
এখন বলো দ্যাখি নারী আঁটকায় কিসে?
কৃষক আঁটকায় ফসলে, চোরকাঁটা আঁচলে!
সাধক আঁটকায় ধ্যানে, জ্ঞানী জ্ঞানে!
মধু আঁটকায় মৌচাকে, লজ্জাবতী পোশাকে!
পুরুষ আঁটকায় কর্মে,ধার্মিক ধর্মে!
প্রাণনাশক ব্যথা এ মর্মে।
লিপস্টিক আঁটকায় ঠোঁটে, বেশ্যা নোটে!
দুর্বল আঁটকায় কোর্টে, প্যারালাল পোর্টে!
স্বৈরাচারী পথচলে মানবতা পিষে
এখন বলো দ্যাখি নারী আঁটকায় কিসে?
গায়ক আঁটকায় গানে, বাদ্যকর বাদ্যে!
সাহিত্যিক আঁটকায় গদ্যে, রামধনুতে রং!
ব্যাংকার আঁটকায় ঘুষে, অগ্নি তুষে!
বাবা আঁটকায় সন্তানের খুশে, মেক্সিকো মুশে!
মানবতা আঁটকায় ক্ষমতায়, ভদ্রলোক নম্রতায়!
শিক্ষক আঁটকায় সততায়, জালেম মিথ্যায়!
জল আঁটকায় বাঁধে, কাপড় কাঁধে!
সাদা মনের মানুষ আঁটকায় ফাঁদে,!
বায়ু আঁটকায় বেলুনে,খড়কুটো চালুইনে!
আদালতে সত্য আঁটকায় মিছে!
এখন বলো দ্যাখি নারী আঁটকায় কিসে?