বিদ্যুৎ কোথায়,বিদ্যুৎ কোথায় খোঁজে হচ্ছে হয়রান
বিদ্যুতের জন্য বেরিয়ে যাচ্ছে কোটি মানুষের পরান।
গিয়ে দ্যাখো রামনগরের ইফন সর্দারের বাড়ি
কতো সুন্দর ঘুমাচ্ছে বিদ্যুৎ, বিজলীর সাথে দিয়ে আড়ি।
বড়মুড়ার পাখি মার্কেট তার ফার্নিচারের দোকান
কোটি মানুষ বিদ্যুতের জন্য এখানে-সেখানে বসে কোঁকান।
বিদ্যুৎ কাকা, বিদ্যুৎ কাকা-করেছো ক্যানো অভিমান
তোমার জন্য বেরিয়ে যাচ্ছে কোটি মানুষের জান।
একবার দ্যাখো চক্ষু মেলে করছে ক্যামন তারা
তোমার জন্য করছে ওঁরা হাহুতাশ আর পাগলপারা।
পেয়ে তুমি চাঁচির ওম,তপ্ত দুপুরে দিব্যি দিয়েছো ঘুম
তোমার জন্য কোটি মানুষ রাত্রি কাটায় নির্ঘুম।
তুমি জ্বলে বন্ধ করলে মা-চাঁচিদের জ্বালা
তোমার গলে পরাবে তারা কামিনী ফুলের মালা।