মাঝেমধ্যে মনে হয়
এই পৃথিবীতে কেবলি আমিই অসুখী
বাধভাঙ্গা কষ্টের ঢেউ আঘাত করে কেবল আমারই বুকে
আমি ছাড়া পৃথিবীর সবাই দিনাতিপাত করছে সুখে।
মনে হয় --
এইসব মিথ্যে, স্বার্থের জন্য সব সম্পর্ক --
কাছে টানা, পাশে বসানো, মিষ্টি-মিষ্টি কথা বলা
এর ভিতরেও কি যেনো লুকিয়ে লুকিয়ে হাসে।
মাঝেমধ্যে ইচ্ছে করে
একটানে ছিঁড়ে ফেলি সম্পর্কের সব বাঁধন
পদদলিত করি সমস্ত সাধন,রক্তের বাঁধন
ক্যানো জানি সবকিছু গোলকধাঁধার মতো মনে হয়।
ইচ্ছে করে কোথাও হারিয়ে যাই --
এতোটাই দূরে, যেখানে কেউ খুঁজতে যাবেনা, কেউ না!
নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখার মতো কেউ থাকবেনা
টুকরো টুকরো মেঘ হয়ে আকাশে ঘুরে বেড়াবো
কখনো বৃষ্টি হয়ে ভেজাবো তাঁকে --
প্রজাপতি হয়ে উড়বো, বসবো ফুলের ডালে।
সমুদ্রের বালুচরে দাঁড়িয়ে যখন পাখির ডানার মতো দু'হাত মেলি
নিজেকে তখন পরম সুখী মনে হয় --
ইচ্ছে করে,এখানেই বসতি গড়ে আমৃত্যু থেকে যাই
হাঁসগুলোর মতো ডানা ঝাপটিয়ে সমস্ত সমুদ্র ঘুরে বেড়াই।
ইচ্ছে গুলো কেনো পূর্ণতা পায়না?
কেনো ঝরে যায় মুকুলে?
কেনো ভাসি আমি দুকূলে?
কেনো কষ্টের মরীচিকা কুঁড়ে-কুঁড়ে খায় হৃদয়?
মাঝেমধ্যে, এই বেঁচে থাকাটা অর্থহীন মনে হয় --
ইচ্ছে করে হঠাৎ নিরুদ্দেশ হতে
দেখতে সাধ হয়, কেউ খোঁজ করে কিনা --
এই বাউণ্ডুলের সন্ধান পেতে।
এই মানুষগুলোকে দেখলে আমার ভয় লাগে
চিনতে ব্যর্থ হই কোনটা মুখ আর কোনটা মুখোশ
কোনটা ভালোবাসা আর কোনটা দংশন।