মানব মস্তিষ্কে ধরেছে পঁচন
মুখ ফসকে বেড়িয়ে আসে অশ্রাব্য বচন
হয়নাকো আর মৃত্যুর কথা স্মরণ
চলছে উড়ছে ঘূর্ণিপাকের মতো ঘুরছে
স্বইচ্ছায় নিজকে জাহান্নামের খোরাক বানাচ্ছে।
ভালো কামে পূন্য আসে আর মন্দে আসে পাপ
মন্দ কামে বাঁধা দিলে পোহাতে হয় আজাব
এই অবলীলায় জ্ঞানী গুণীর নেইকো কোন অভাব
মন্দ কর্ম সমর্থন করা-ই যেন হয়েছে মোদের স্বভাব
দুষ্কর্ম সমর্থনে পাপের দায়ভার পড়বে এসে ঘাড়ে
রোজহাসরে সোজা হবেনা ঘাড় অপরাধের ভারে।
ভবিষ্যৎ প্রজন্ম তাকিয়ে মোদের পানে
এসো মোরা এক সুন্দর পৃথিবী গড়ি অনাগত প্রজন্মের তরে
অনুদ্ভূতরা হাসবে খেলবে সত্যের জীবন গড়বে
এইভাবে চললে মোদের সাথে ওঁরাও মরবে।
অজপাড়া গাঁয়ে কি এলো ভাই
এ যে জাহেলিয়াত যুগের চেয়ে কিছুই কমতি নাই
পাশের ঘরে স্বজন হারানোর রোনাজারি
প্রতিবেশীর ঘরে অর্ধনগ্ন নর্তকীর নৃত্য
এতো মোদের মস্তিষ্কের কামাই
প্রশ্ন কেন আমি অন্যের অপরাধের মাথা ঘামাই?
যারযার পাপ তার তার সঙ্গী
এ যদি হয় মোদের বাচনভঙ্গি
কে কাকে শোধরাবে, কে কাকে ফেরাবে ঘরে
পাপের রাজ্য গড়বে সবাই, রাজত্ব হবে পাপের বোঝায়।
ছুড়ে ফেলে সব অপকর্ম, মনোনিবেশ করে ধর্ম
সত্য হওক মোদের কর্ম, বিলুপ্ত হওক কুকর্ম।
কার বাপের হিম্মত আছে রুখতে এ নগ্ন নৃত্য
আমি হলাম কোটিপতি, বেশ আছে অর্থবিত্ত
চিত্ত আমার বেশ বড়, কলিজা আসমান সম
মানুষের ভিড়ে খোঁজ না'ক তারে
খোঁজে দ্যাখো মিলবে সে পশুদের ভিড়ে।