ভালা আছুইন্নি আফনে?
বন্ধুবান্ধব লইয়্যা তো পরবাসে ভালাই আছুইন
আফনের মন অইনি আমার কথা?
বিয়ার আগে তো কৈ-ছিলেন
আমারে না দেইক্কা আফনে থাকতে পারেন না
কেডা জানি আফনের গলা চাইপ্পা ধরে
দম আটকাইয়া আসে আফনের।
আমারে আইন্না যে আফনে বিদেশ গেছুইন
আর তো খোঁজ লইয়্যা দ্যাখছুইন্না --
ক্যামনে কাটে আমার দিন --
ক্যামনে কাটে আমার রাইত।
পাডাত যখন মইচ বাঁটতে যাই -
বলের পানি কোশ কইরা ঢালতে হইনা
চোখের পানিতে মইচ ভিজ্জা যায়।
সারাদিন গাধার মতো কাম কইরাও দাম পাইনা
হগ্গলে যেমনে পারে এমনে-ক
রাইতে হুইত্তা হুইত্তা বালিশ ভিজাই।
হেমন্তে যখন ধানকাটা পড়ে --
দিনের বেলা মলান পারাই আর রাইতে হিজাই ধান
তারপরও কমেনা আফনের মা'র গলার সান।
আমি নাকি ফকিন্নির ঝি
আমার মা নাকি এই বাড়ি ওই বাড়ি কামলা দিতো
বাপে নাকি দূরের গাঁও গিয়া করতো ভিক্ষা।
আইচ্ছা! আফনে কন তো -
সারাদিন ধান উল্টাইয়া পাল্টাইয়া রৈদে শুকাইয়া
এই ধরণের কথা হুনতে কি ভাল্লাগে?
রৈদ উঠার আগে আমারে উঠতে হয় --
গোয়াইল ঘর থাইক্কা গরু বাইর কইরা গামলার -
কাছে বাইন্ধা গোবর সাফ করতে হয় --
হাঁস মুরগী ছাইড়া, গরুর পানি গরম কইরা --
আটার পিডা বানাইতে বসতে হয়।
আফনে তো হালি টেহার পিছে ছুটছুইন -
কোনদিন খোঁজ নিছুইন এই অভাগীর
হগ্গলের লগে আফনের কথা কওনের সময় অয়
আমি ক্যামন আছি এই কথাডা জিগানের সময় অনা।
আমার কথা আফনের মন অইবো কিরে
আর কতাই-বা কইবেন কিতা করতো
ঝুমানির মুখে হুনছি, তাইর জামাই নাকি কৈ-ছে
বিদেশী মাইয়্যারা নাকি ছুডু-ছুডু হাফপ্যান্ট পিন্দা রাহে
দ্যাখতে নাকি একদম পরীর লাহান
হেরা-রে দ্যাখলে কি আর আমর কথা মনে অইবো।
আমি তো কালা মানুষ -
আমার হাত,পা-ও, নাক, মুখ, বুক সবকিছুই তো কালা
দেন আমারে আফনে যতো ইচ্ছা জ্বালা।
শরতের আকাশে মেঘ জমেছে সাদা-কালো মেঘ
পুকুর ধারে ফুটেছে কাশফুল --
আমার জীবনটা রাঙা হয়নি, উজ্জ্বল হয়নি --
শরতের সাদা-কালো মেঘের মতো হ'য়েছে।
আমি তো একজন মাইয়্যা মানুষ
যৌবনবতী নারী আমি --
আমারও তো সখ, ইচ্ছে, সাধ, আহ্লাদ আছে
চাওয়া আছে আমার অবুঝ মনের।
পুড়া হৃদয়ের কথাগুলো ভাঙা ভাঙা হাতে লিখছি
যদি কখনো আফনে পান --
পড়ার সময় হাসাহাসি করিয়েন না --
ভুল বানান গুলো শুদ্ধ কইরা পইড়া নিয়েন।
রঙিন শাড়ীতে বউ সাইজা আইছিলাম আফনের ঘরে
আবার সাদা শাড়ীতে বউ সাইজা বেরিয়ে যাবো --
হাজার কষ্ট দিলেও হজম কইরা যাইবো।