গাপুসগুপুস খেয়ে অন্যের ধন
স্বর্গে যাওয়ার করেছো পণ!
অন্যের ঘাম ঝরানো রক্তের কামাই
ধামকি দিয়েছো,বলেছো কি করবি আমায়।
পা ফেলতে যদি কিঞ্চিত করো ভুল
পার হতে পারবেনা পুলসিরাতের পুল।
যাদের অর্থ করেছো আত্মসাৎ
চোখের জল ফেলেছে ওরা খেতে বসে ভাত।
দীর্ঘশ্বাসে অতিবাহিত করেছে রাত
সুবহে সাদিকে জায়নামাজে তুলেছে দুইহাত।
বাজবে যখন মহাপ্রলয়ের ঢোল
প্রতিচ্ছবির মতো উঠবে ভেসে যা করেছিলে ভুল।
ঠাঁই পাবেনা সেইদিন রাসূলের বক্ষে
ফেরেশতা ধাওয়াইয়ে নিয়ে যাবে অন্ধকার কক্ষে।
মাথায় টুপি, মুখে দাঁড়ি, কপালে নিশান নামাজের
মিম্বরে দাঁড়িয়ে বলোনি হক্ক, কীড়ে ধরেছে যে সমাজের।
ক্ষমতা হারানোর ভয়ে, সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছো মিথ্যে বয়ে
চলে যাবে একদিন, কর্ম-ই যাবে রয়ে।