বিষাদে ছেঁয়ে গিয়েছে অন্তর
বিষাক্ত লাগে এই বিস্তৃত প্রান্তর!
প্রতিদিন গাছ থেকে ঝরে পড়ে অজস্র পাতা
কার বুকে তুমি লুকিয়েছো মাথা?
আসি বলে এলেনা ফিরে
হৃদয় রেখেছে মোর বেদনারা ঘিরে।
আমার হৃদয়ের মতো চারিদিকে খরা
সেই কবে বৃষ্টি এসেছিল মুশলধারা!
আবার যদি কখনো আসে এমন বৃষ্টি
আবার যদি কখনো ভিজে প্রজাতির ডানা!
শরতের আকাশে আবার যদি কখনো উড়ে শঙ্খচিল
সমস্ত আকাশ গায়ে জরিয়ে নেয় নীলাম্বরীর নীল!
আমার হৃদয়ের বিষাদ ছায়া সরিয়ে দিতে -
তুমি ফিরে এসো।