তোমার ফিরে আসার সব দরজা বন্ধ
তারপরও বসন্তের আগমনে
চেনা অচেনা ফুলের ঘ্রাণে আর বিরহী কোকিলের গানে
আমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা
তোমার হৃদয়ে যদি করাঘাত করে
সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে
কোন এক রাতের গভীরে তুমি চলে এসো।


বসন্তের রাতে ঘরের কোনের লিচু গাছের নিচে বসে
এতো বছরের জমানো কথাগুলো বলবো
সুখ দুঃখ গুলো ভাগাভাগি করবো।


আমি জানি তোমার অভিমান আর
এক রুখা জেদ তোমাকে কখনোই আমার কাছে
ফিরে আসতে দিবে না
তারপরও যদি কখনো সত্য এবং বাস্তবটা উপলব্ধি করতে পারো
তাহলে চলে এসো
দু'হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিব।