এ-তো পুড়াইতে তোমার ভালো লাগে
ভালো লাগে বুঝি যন্ত্রণার নীল সমুদ্রে চুবাইতে
তুমি তো কারিগর, সৃষ্টির স্রষ্টা --
আমার এই দেহতরী তো তোমারই সৃষ্টি --
চুবানোর, ডুবানোর, কোপানোর অধিকার তো একমাত্র তোমার।
না না! আমার কোন অভিযোগ নেই
এত্তো বড় দুঃসাহস আমার নেই তোমার বিরুদ্ধে অভিযোগের তীর আমি তাক করবো
নীরবে সব যাতনা হজম করে নিবো --
এই পৃথিবীতে তো কোন অভিযোগ নেই-ই
জাহান্নামের অগ্নিতে পুড়াইলেও কোন অভিযোগ থাকবে না।
রিজিক-টা ক্ষনিকের জন্য কমিয়ে দিলে ---
গ্রীবার ভিতরে, মুখে, ঠোঁটে, হাতের তালুতে,পায়ের পাতায়
মনে হচ্ছে এই ঠোসা কলিজার ভিতরেও আছে --
তরল পানিটাও যখন ডুক গিলি গলা চিড়ে কলিজায় গিয়ে আঘাত হানে।
তোমার সৃষ্টি নিয়ে তুমি যেভাবে ইচ্ছে খেলতে পারো
এই দেহের উপর হিমালয় তুলে এনেও রাখতে পারো
দুই চোখ বুঁজে হজম করে নিবো।