স্রস্টা করে সৃষ্টি
বিবেক দিয়েছেন করে পুষ্টি
বিবেক খাঁটিয়ে করো কাজ
দূর হবে সকল লাজ।
ভোট তোমার মহামূল্যবান
যাকে তাকে করোনা দান
দার্শনিকের মতো করে দর্শন
অতীত করে প্রদর্শন
যোগ্য প্রার্থী খোঁজে
ভোট দাও দু আঁখি বুঁজে।
যাকে তাঁকে দিলে ভোট
অযোগ্যরা বাঁধবে জোট
ক্ষমতার মসনদে বসে
সবকিছু গিলবে চষে।
আমার ভোট আমি দেবো
যোগ্য লোক খোঁজে নিবো
অযোগ্যরে দিয়ে ভোট
শুনতে চাইনা চোদির পুত।
নিঝুম রাতে দ্যাখো ভেবে
উত্তর যদি নাহি মিলে
বিবেক তোমার পুষ্টিহীন
ভাবো তুমি রাতদিন।
অযোগ্যকে ভোট দিয়ে করলে জয়
পাকা ধানে দিবে মই
হায় হায় করবে
হারানো সময় ফিরে নাহি আসবে।
মুখের উপর বলবে কথা
সোজা আঙুল বাঁকা
লাঠিসোঁটা নিয়ে আসবে তেড়ে
ফাঁকা পেয়ে যাবে মেরে।
তিলকে বানিয়ে তাল
তুলতে আসবে গায়ের ছাল
বলবে তুমি অচল মাল
অযোগ্যরে যোগ্য বানানোই হবে তোমার কাল।
কালো টাকার গন্ধে
অযোগ্যরে ভোট যদি দাও আনন্দে
পাপের দায় পড়বে এসে ঘাড়ে
ফাঁসবে তুমি শেষ বিচারে।
পাঁচশ টাকা পেয়ে
মিথ্যে গান যে তুমি যাও গেয়ে
অমুক ভাই সেরার সেরা
আর কাটবে না ঘরের বেড়া।
মিথ্যে প্রচার প্রসারে লিখা থাকবে ডায়েরি
কেন গেয়েছিলে সেইদিন মিথ্যে সায়েরি
খুলে গিয়ে খাতা, উল্টে যাবে পাতা
দিবে এক যাঁতা, ছাড়বে না ডাকো যদি ভ্রাতা।
তাক ধিনা ধিন ধিন
যোগ্য প্রার্থীকে ভোট দিন
বিবেকের মাপকাঠিতে করিয়ে দাড়
যোগ্য প্রার্থীকে করো পার।