যে চক্ষু দ্যাখেছে তোমার কাবা ঘর
সেই চক্ষুকে তুমি করিওনা পর
হেফাজত করিও নগ্নতা দর্শন থেকে
পাপড়ির মতো কুদরতি প্রলেপ দিও এঁটে।
যে পা হেঁটে হেঁটে কা'বা করেছে তাওয়াফ
সেই পা হেঁটে যেনো না যায় যেথায় আছে পাপ।
পদদলিত নাহি করে যেনো কিচ্ছু
রক্ষা পায় যেনো বিচ্ছু।
কা'বা ছুঁয়েছে যে হাত থাকে যেনো নিরাপদ
কেহ যেনো নাহি ব'লে বিদায়-হ আপদ।
ক্ষতি যেনো নাহি করে অন্যের --
উদ্যত নাহি হয় পাপ কর্মের।