তুমি কেমন আছো..
খুব জানতে ইচ্ছে করে...!
আজ এতো দিন,এতটা সময়,
এতটা বছর পরেও।
খুব জানতে ইচ্ছে করে!


এখনো কি সেই চেনা পথ ধরে,
যেটা তোমার বাড়ির দক্ষিণে বাঁক ঘুরে;
হয় কি যাওয়া সে পথ ধরে রোজ?
হয়তো এখন নেই না আমি খোজ!


তুমি বুঝি বদলে গেছো খুব,
আগের মতো সহজ সরল নও!
হয়তো এখন ঠোঁটের কোনের হাসি,
গম্ভীরতায় আড়াল করে রও!


এখন বুঝি কলেজ যাবার পথে,
একলা চলো, হয়না এখন লেট ?
কথার ফাকে ভীষণ রেগে গেলে,
কাকে বলো "আস্ত ইডিয়েট" ?


কে দেয় এখন কষ্টগুলোর মাঝে,
ভরসা ছুঁয়া জল আলপনা একেঁ ?
জালায় কে রোজ যখন তখন এসে ?
প্রিয়ন্তিকা নাম ধরে কে ডাকে?


এখন বুঝি নতুন গড়া ঘর
নতুন তোমায় ভীষণ আদর করে?
আপন মানুষ হয়তো এখন পর
অঙ্কুরিত স্বপ্ন গুলোর ভিরে...!