♥চারুলতা♥


মোঃ মিজানুর রহমান
...........................


কতবার যে তোর প্রেমে পড়েছি;
ঘুমানোর আগে-
ঘুমানোর পরে-
আর যতক্ষণ ঘুমিয়ে ছিলাম তার পুরোটা সময়,
সে শুধু আমিই জানি!
শুধু বলিনি কখনো ভালবাসি।
কতবার যে তোর জন্য কবিতা লিখতে বসেও
লিখিনি;
কবিতার নাম কি দিবো-
ভালবাসি-
নাকি আনেক ভালবাসি!


এ কথা ভাবিয়া ভাবিয়া কতবার যে সকাল দেখেছি,
সে শুধু আমিই জানি!
কতবার যে তোর জন্য গোলাপ কিনতে গিয়েও
কিনিনি;
একটা কিনবো-
নাকি অনেক গুলো-
প্রথমেই লাল গোলাপ দিবো-
না থাক, হলদেই কিনি; তার খুব প্রিয় রঙ,
শাহবাগ এর পাশ দিয়ে যাওয়ার সময় কতবার যে ভেবেছি,
সে কথা শুধু আমিই জানি!
কতবার যে তোর হাতটি ধরতে চেয়েও ধরিনি;
ধরবো কি?
না থাক- যদি কিছু মনে করে,
আচ্ছা একবার ধরেই ফেলি-
যা হওয়ার হবে।
এরকম দ্বিধার মধ্যে কতবার যে রাস্তার শেষ
ঠিকানাই চলে গেছি,
সে কথা শুধু আমিই জানি!
শুধু তোর হাতটা ধরা হইনি কখনো।
কতবার যে জ্যোৎস্না দেখার সময় তোকে মিস
করেছি;
সে কি জেগে আছে?
কল দিবো?
না থাক, আনেক রাত হয়ে গেছে-
মিষ্টি মেয়ে-
ঘুমোনোর সময় কতইনা সুন্দর লাগে তাকে-
আমি কি করে তার ঘুম ভাঙ্গাই?
এ কথা ভাবিয়া ভাবিয়া কতবার যে জ্যোৎস্না ফুরিয়ে
গেছে,
সে আমিই জানি!
শুধু কখনো বলিনি আমি তোর জন্য জ্যোৎস্না
দেখি।
কারো জন্য খুব মায়া আমার-
খুব বেশি চাই তাকে-
সেই কবে তার জন্য মরে গেছি আমি!
মৃত মানুষ কখনো বলেনা-
আমি তোমাকে ভালবাসি!