মাঝে মাঝে-
খুব একটু সাহস করি;
সে ফিক ফিক করিয়া হেসে ওঠে!
তার চিকনা কালো শরীর,
দুর্ঘন্ধে ভরা মুখ-
তার মাঝে স্বর্গের হাসি।
নয়ন জুরে তার লজ্জাহীন চাহনী
আমাকে আবাক করে-
তারপর আমিও একটু একটু করে হাসতে থাকি।
এমন হাসি আর কোথাও পাওয়া যায়না,
তাই বার বার এখানেই ছুতে আসি-
রাস্তার পাশে ফুটপাত এ।
খুব বেশি হলে আট-দশ বছর
এর বেশি নয়,
এতটুকু বয়সেই রিয়াজ জীবন থেকে
হাসতে শিখেছে।
টিএসসি গেলে কখনো কখনো দেখা হয়-
তখন মাঝে মাঝে-
খুব একটু সাহস করি,
নিজের মানিবেগে হাত দেই।
দশ টাকার বিনিমায়ে দু'টো ফুল,
এতটুকুতেই মহা খুশি সে,,,!!!