ততক্ষণে আমি ভয়ে স্মিত-
চক্ষু জলে ভরা রুদ্র-
ক্ষনিকের মাঝেই জীবনের অর্ঘ্য নিরস্ত হইবে,
রিক্ত পরভৃতের অন্ত কূজন
শরের ন্যায় আঘাত হানে শূচি চিত্তে,
স্বপনের তীরে জেগে উঠা হরিৎ হর্ম্য
গণ্ডীর স্রোতে যাত হওয়ার প্রহর গুনে।
শিখী সূতা শরণের লাগি তরনী যায়-
অসিদ্ধ রনে বাসনা হয় উৎসন্ন-
অন্ত কাব্য সাঁজান রচক পূত নির্জর।