‘রাষ্ট্রভাষা’
মোঃ মিজানুর রহমান
....................
আজ মনে পড়ে
সেই সুর, সেই বোল,
যা শুনে গর্বিত
এই বাঙালি কুল।
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
আজ মনে পড়ে
মানুষ নামে পশুর
সেই হিংস্র আচরণ,
অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার
সাহসী এক নব জাগরণ।
আজ মনে পড়ে
আমার সাহসী ভাইয়ের
সেই মহান আশা,
“বুকের রক্ত দিয়ে শহীদ হবো
তবুও বাংলা হবে রাষ্ট্রভাষা”
আজ মনে পড়ে
বায়ান্ন এর একুশে ফেব্রুয়ারি
শান্ত-শৃঙ্খল সেই মিছিলের সারি,
পাক পশুর সেই হিংস্র আচরণ
ছাত্র-জনতার উপর
অবিচারে গুলিবর্ষণ।
আজ মনে পড়ে
রফিক, জব্বার, বরকতের
সেই রক্তাক্ত জামা,
বাংলার ইতিহাসের প্রতিটি পাতায়
চিরকাল তারা এক মহান চন্দ্রিমা।
আমার ভাইয়ের আত্মত্যাগ
যায়নি কখনো বৃথা,
বাংলা হয়েছে রাষ্ট্রভাষা,
আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি
মহান একুশে ফেব্রুয়ারির কথা।