একুশ আমার
: মোঃ মিজানুর রহমান :


একুশ আমার
বাংলার নতুন অধ্যায়ের সূচনা,
একুশ আমার
বাংলার স্বাধীনতার প্রেরণা,
একুশ আমার
বাংলা গানের সুরের বাঁশি,
একুশ আমার
মায়ের মুখের মিষ্টি হাসি
একুশ আমার
সাহসী ভাইয়ের রক্তাক্ত ছেড়া জামা,
একুশ আমার
মাথার উপর মধ্য দুপুরে বটের ছায়া,
একুশ আমার
জাতীয় কবির বিদ্রোহী কবিতা,
একুশ আমার
অন্যায়ের বাসরে জাগ্রত জনতা,
একুশ আমার
আঁধার ঘরে জ্বলন্ত এক বাতি,
একুশ আমার
স্বপ্নের চোখে সোনার বাংলা জাতি।
একুশ আমার
ফজরে আযানের মধুর সর,
একুশ আমার
কালো রাতের পর আলোকিত এক ভোর,
একুশ আমার
লাল সাগরে ভেসে উঠা সবুজ এক দ্বীপ,
একুশ আমার
আঁধার পথ পূর্ব চাঁদের প্রদ্বীপ,
একুশ আমার
ছোট শিশুর শান্ত ভাষা,
একুশ আমার
অজানা পথে মুক্তির দিশা,
একুশ আমার
গ্রীষ্মের সকালে স্নিগ্ধ ফুলের সুভাস,
একুশ আমার
বর্ষার দিনে উত্তাল মেঘের আভাস,
একুশ আমার
মধ্য রাতে শহীদ মিনারের পাশে
ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো
সারা জাতি এক সাথে।
একুশ আমার
গ্রাম বাংলার পথে প্রান্তরে,
স্মরণ করা প্রতিটি মানুষ
তাদের শোকাবহ গর্বিত অন্তরে।
একুশ আমার
সবুজ বাংলার সোনালি ফসলের ঘ্রাণ,
একুশ আমার
লাল সাগরে ভেসে আসা বাংলা ভাষার প্রাণ
একুশ আমার
রফিক, জব্বার, বরকতের
বুকের তাজা রক্তের দান
**************