কিরে ব্রো, লাইফটা কি বোরিং লাগছে?
রিলস স্ক্রল করে টাইম পাস হচ্ছে?
আরে ওঠ, দেখ তোর ফিউচারটা ওয়েট করছে,
গেম ওভার না, লাইফটা তো কেবল স্টার্ট হচ্ছে!
স্বপ্নগুলো কি খালি DMs-এ বন্দি?
রিয়েলিটি চেক দে, হবে না তো মন্দি।
ভুল করবি জানি, ওটা ডিল ব্রো,
ঠেকে শিখলে হয় না কিছু স্লো।
ফোনটা রাখ, তাকিয়ে দেখ বাইরে,
শুধু পিক্সেল না, দুনিয়াটা কত ওয়াইডার।
বইয়ের পাতায় না, লাইফটা রিয়েল ভাই,
তারুণ্যের জোশ দেখা, এটাই তোর হাই।
ভয় পাস না, রিস্ক নিবি দেখ না,
হার জিত হবেই, থেমে থাকলে হবে না।
পুরনো ব্রেক কর, নতুন কিছু কর অ্যাড,
তোর মাঝেই তো আছে সুপার পাওয়ার, জেন জেড!
বিগ ড্রিম দেখ, টার্গেট কর স্কাই,
তোর কনফিডেন্সটাই তোর বেস্ট হাই।
জাগ রে তরুণ, টাইম'স আপ, মুভ অন,
তোর হাতেই ফিউচার, এটাই তোর মিশন।