সন্ধ্যা হয়ে যায়,সূয্য অস্তপ্রায়
শেষ হল মোর বেলা।
আর নয় দেরি,ফিরতে হবে বাড়ি
সাঙ্গ করেছি খেলা।


যতই ফিরে চাই,কোথাও কেউ নাই
যতদুর যায় চোখ।
শুধু অনুতাপ, প্রেম বুঝি পাপ
বৃথাই মনের শোক।


অভাগার তীরে, সুখ নাহি ভিরে
পাল তুলে যায় দুরে।
যত সান্তনা, মিছে বন্দনা
বাজে করুণ সুরে।


চলেছি বাড়ি ওরে,আসিব না ফিরে
ভবমায়ার এ মিছে সংসারে।
যদি মনে চায়,বলিও তাহায়
ওপারে চাইতে মোরে।


যত অাছে দেনা, মনের বেচাকেনা
যত আছে মোর ঋণ।
যত অভিযোগ, যে করেই হোক
শুধিব সেই  দিন।


চলিলাম তবে, নিভৃতে নিরবে
অসীমের পথ ধরি।
হাকিছে মোরে,শুনিস কি ওরে
তবে আজ শেষের শুরু করি।