অজ্ঞাত আখ্যান
     -- কবি অজ্ঞাত।


তুমি সিন্দূরে, কুলকুণ্ডলিনী
তুমি পথিক পথ অজানা।
তুমি মৃণালিনী, দেবি চৌধুরানী
তুমি অজানা মনের সব জানা।


তুমি বিনোদিনী, মনে শিহরিণী
তুমি বিরহী মনের কল্পনা।
তুমি লাবণ্য, কর প্রসন্ন
মুছে দাও মনের জল্পনা।


তুমি পার্বতী, মনের আরতি
তুমি সদা জাগ্রত মন্ত্রণা।
তুমি ললিতা, তুমি পরিনিতা
তুমি তৃষাতুর মনের কামনা।


তুমি রঙ্গময়ী, শত ছন্দময়ী
তুমি প্রেম কাননের খঞ্জনা।
তুমি রেমি, চিরপ্রেমি
তুমি দুরবিনের যত বঞ্চনা।


তুমি দুরদানা, যতদূর জানা
তুমি আমার শেষ ঠিকানা।
তুমি শামারোখ,মনে যত শোক
তুমি অশান্ত মনের সান্ত্বনা।