তুমি সত্যকেই আকড়ে ধরো,
বিশ্বাস কে না,
বিশ্বাসের মাঝে সবসময় সত্য থাকেনা।
যদি বল বিশ্বাসকেই আমি চাই,
জেনে রাখো সত্যের উপরে কিছুই নাই।


তুমি কর্মকেই ধর্মজ্ঞান করো,
ধর্মকে না,
অদৃশ্যে বিশ্বাস আর ধর্মান্ধতা সবসময় কল্যান আনেনা।
যদি বল ধর্মই তোমার সব,
জেনে রাখো কর্মই খুশি রব।


তুমি শ্রোদ্ধাকেই ভয় কর,
ভয়কে শ্রোদ্ধা নয়।
ভয়ের মাঝে একই পাত্রে শ্রোদ্ধাকে রাখা যায়না।
যদি বল ভয়ই তোমার সহায়।
জেনে রাখো শ্রোদ্ধা করলেও ভয় হয়।


তুমি ভালোবাসাকেই স্বিকৃতি দাও,
প্রেমকে নয়,
প্রেমের মাঝে সবমসময় ভালোবাসা থাকেনা।
যদি বল ভালোবাসাই প্রেম,
জেনে রাখো দ্যাট্'স দ্যা গেম।