জীবন আমাকে নিয়ে খেলছে
শৈশবের সেই লাটিম খেলা
অতি ঘূর্ণয়নে আমি ঘণ ঘণ জ্ঞান হারাচ্ছি
আবার জেগে উঠে সেই একই খেলা
যে খেলায় ঘুরছে স্বয়ং আমার আশপাশ।

জীবন কখনো আমাকে ছুড়ে ফেলে দিচ্ছে
সুমেরু থেকে কুমেরু বৃত্তে
আবার মাঝে যাচ্ছি এন্টার্কটিকার বরফের দেশে
শত অভিজ্ঞতা অর্জনে আবার ফিরে আসি
মধ্যাকর্ষণ শক্তির টানে আপাতত পৃথিবীর বাহিরে যাচ্ছি না।

জীবন কখনো আমাকে হাঁটাচ্ছে
অতি সূক্ষ্ম চুলের মত সুরু কোন অচেনা পথে
বড় দুঃসাহস নিয়ে এসব পথ চলতে হচ্ছে
বৈরী বাতাস রোজ আমাকে ভয় দেখাচ্ছে।