ওহে প্রিয় ....
জন্মদিনের শুভেচ্ছা জানাবে ,,
লাল নীল  হলুদ রং দিয়ে হাতে লিখে ...
একটি গোলাপী রঙের কাগজে লিখে ,,,
কিছু সময় পরেও যদি ও জানাবে
সমস্যা হবে নাহ ..... গ্রহণে ..!
তবে আমি ওই নীল খামে....
আর কাচি দিয়ে খাঁজ.... আর ভাঁজ কাটা -
খামে ...
তোমার সেই বাঁকা আর আকিবুকি লেখাই চাই ।।

আমি সেই হাতের তালু আর তর্জনী মধ্যমা আঙ্গুল দিয়ে আর ,,
সেই দুই আঙ্গুলের মাঝে চলতে থাকা কালির দাগ আর তোমার ঠোঁটের এক কোণে  মুচকি হাসি ......!
অল্প অল্প করে জমতে থাকা কালির মত
তোমার আদরে ভরিয়ে দেওয়া মোড়ানো কাগজ ভাজ .. জ্যামিতির এক চিত্রের মত  ।।


হাতের লেখায় চাই আমি
জন্ম দিনের শুভেচ্ছা উপহার .... সেই খামে !!


আর হ্যাঁ যেদিন চিঠি প্রেরণ করিবে অবশ্যই
ঠোটে লাল রং দিয়ে আর কপালে একটা সবুজ টিপ , হাতে নীল কালো সবুজ চুড়ি পরে , ..... গালে একটা আলতো করে টিপ ক্ষুদ্র বৃষ্টি
কতই অনুরাগী মনে ইশারা সৃষ্টি ......!


হাতের লেখায় চাই আমি
জন্ম দিনের শুভেচ্ছা উপহার .... সেই খামে !!


আর ....
সবুজ কালো ড্রেস পরে লিখে দিবে আমায় ....
তোমার সেই মিষ্টি মুখরিত হাসি .. ঐ তোমার চোখের চাহনি মায়াবী আলোয় ... ভ্রু কুচকানো তাকানো তোমার সেই অনুরাগী ইশারা থাকবে ।।


হাতের লেখায় চাই আমি
জন্ম দিনের শুভেচ্ছা উপহার .... সেই খামে !!