একাকিত্ব অনুভবে
হারিয়েছি আজ ;
সঙ্গ দেবে না কেউ জানিলাম আজ


অশ্রু গড়িয়ে যায়
দুই নয়নে ,
ভিতরে চাপা কান্না
শুনবে না কেউ;
ভাঙ্গা হৃদয়ের ক্রন্দন উত্তাল মারে রোজ !
মনের বাক্যগুলো শুনবে না
তাই আজ হার মানবে না ,
গড়িয়ে যাবেই জল
নতিয়ে যাবে বুকের নল,


যা হতে চান, করতে চান, করে নিন ;
সময়ও ফুরোচ্ছে .........
আর আপনি ও অসীম নন।
হৃদয়ের গল্পটি দুজনের হলেও .....
সারারাত কাঁদতে শুধু একজন কেই হয় ;
অনুভূতিরা সবই প্রায় কারারুদ্ধ ,
হৃদয়াকাশে হঠাৎ বিষাদী মেঘের উদয় ;
বাইরেটা যতই থাকুক মিষ্টিহাসি মাখা ,
অন্তরে ঘটে চলে একাকীত্বতার প্রলয়...।


মনের কথা গুলো না বলতে পারলে ,
ভিতরের সব জায়গায় উত্তাল মারে ,
হঠাৎ একদিন খুব জোড়ে শব্দ হয়
তারপর শুরু হয় ক্রন্দন !!