সবার উপরে অভিমান করা যায় না


অভিমান সবার উপর করতে হয়না
অভিমান সেই মানুষটার উপর করা উচিত;


যে মানুষটা আপনার রাগ  অভিমানী - র এর দাম  দিবে
আপনি একটা মানুষের উপর অভিমানী  করে ,
  .............সারা ................প্রহর.......
                কাটিয়ে দিলে ও ;
   অথচ দিনশেষে অভিমানী ভাঙ্গানোর কোন প্রয়োজন মনে করল না!!


তখন তার উপর অভিমানী করা বোকামি ছাড়া আর কিছুই না; ...................


কারো উপর অভিমানী  করে যদি.........
এক অশ্রুর বিন্দু...... মাত্র দাম ও পাওয়া না যায় ;

তখন রাগান্বিত আর অভিমানী না করে ;
  তাকে অবহেলা করাটাই বুদ্ধিমানের কাজ।।


এতে করে একটি বিষয় স্পষ্ট করে বুঝতে পারবেন ,
সেটা হল অভিমানী করা যতটা পরিমাণ মন খারাপ হয়েছিল আপনর
   .................. অথচ ............
    সেই  পরিমাণ অবহেলা করে বুঝিয়ে দিন -
    দিন শেষে  ভালো আছি...... !!


ভালো থাকার কারণেই অবহেলা করাটাই ভালো,
সব সময়ই নিজেকে" হৃয়স্পর্শী করে "
          উজাড় করে দিলে............... যে কখনো  
           এর মর্ম বুঝবে না........;
মাঝে মাঝে একটু অবসান  নিতে হয় ,
আপনার সকল অভিমানী  সেই মানুষটার ...জন্য দরকার ;  
যে আপনার অভিমনী ভাঙ্গানোর জন্য পাগল হয়ে যাবে ,
আপনি চুপ করে থাকলেও এর কারণ খুঁজতে চাইবে জোর দিয়ে কথা বললেও চিন্তায় পড়ে যাবে সে  সবাই বুঝবে না তার উপর অভিমানী করাটা স্পষ্টভাবে  অর্থহীন একমাত্র ;  
অভিমানী - র কারণ কিন্তু সবাই হতে পারে না.................;


যে মানুষটা আপনার উপর অভিমানী  দেখাবে সে অবশ্যই অন্য দশকের চেয়ে আলাদা ভাবে দেখবে;


তবে বেশীরভাগ মানুষই বুঝতে  পারে না
তারা  অল্পতেই হাঁপিয়ে ওঠে ....
মনে রাখবেন যে অনুরাগী দেখাতে জানে ,
সে অভিমানী করতে জানে ;
তাই বলে ভেবোনা যে তার অভিমানী - র কোনো  দাম নেই ;   অভিমানী - র ও দাম আছে ;
  কারণ মানুষ সবার উপর অভিমানী করে না
  তার ওপর অভিমান করতে পছন্দ করে যাকে সে অনুরাগীর মনে হৃদয়ের মাঝে জড়িয়ে থাকে ।।