যেই মানুষটার লগে
ঘন্টার পর ঘন্টা কওয়ার পরেও
অনেক কথা বাকি থাইকা যাইতো,
আর এহন দিনের পর দিন কথা হয়না
কি সাংঘাতিক ব্যপার তাইনা?


এতো না বলা কথা আমি কোথায় রাখি?
কার কাছে কই, আমার ভীষণ একলা লাগে।
আমার খুব চিৎকার কইরা কইতে ইচ্ছে করে
তোরে ছাড়া আমার একটুও ভালো লাগছে না।


জোর গলায় কইতে মন চায় তোরও তো কষ্ট হয়,
তাহলে এই যন্ত্রণা কেনো সহ্য করছিস?
চাইলে কি আর কওয়া যায়,
আহা কিযে কষ্টে ভোগছি
এইডা আমি তারে কেমনে বুঝাই?


এতো প্রতিবন্ধকতা তৈরি হইলো কেরে,
কি কারণে তোরে আমি দেখতাম পারিনা?
তোরে না দেখলে আমার যে বড় কষ্ট হয়
এইডা তো ভালো কইরাই জানস।


তোর সাথে কথা হইলে আমার দিন ভালো যায়
এইডা আমি তোরে কইতাম,মনে আছে তোর?
এহন তো কথাই হয়না আমার দিন কেমনে যায়
এইডা কি তুই জানস?


আচ্ছা বাদ দে এইসব আজাইরা প্যাচাল!
আমি আসলেই কেমন যানি একই ভুল বারবার
কইরা ফালাই!
আমি জানি এইডা তোরে খুব কষ্ট দেয়
কি করবি ক্ দেহি নিজের মানুষ যতই ভুল করুক,
তাই বলে তো তাকে মাইরা ফালান যায়না,


এক কাজ কর তুই আমার অভিভাবক হয়ে যা!!
তাইলেই তো সব ঝামেলা মিটে যায় তাইনা?
যখন ভুল করমু শাসন করবি দিন শেষে কাছে ডেকে আদর করবি চাইলেই তো পারিস।