জীবনের প্রয়োজনে ছুটে চলি অবিরাম
খুঁজেছি চলি ভালো থাকার মন্ত্রবান!
দুঃখ কষ্ট আর বেদনা-রা সতন্ত্র
কেবল সুখ গুলোই কুক্ষিগত!


আমার প্রাপ্তি, আমার অর্জনে সবাই ভাগিদারী
অপ্রাপ্তি সব ব্যক্তিগত, আমার অপরাধে আমিই দোষী,
অর্জিত সব তুচ্ছ তাচ্ছিল্য তাতেও আমি ভীষণ খুশী!


ধূলিকণা সুখের আশায় পৃথিবীর বুক চিড়ে
দাপিয়ে বেড়িয়েছি নক্ষত্র হতে নক্ষত্রে!
একফোঁটা সুখ জোটেনি পুড়া কপালে।


হাজার হাজার মুখের ভীড়ে মানুষ খোঁজে পাইনি ভবে,
ওরা মানুষ রূপী হায়না দানব,তাঁরাই নাকি মহা মানব,?
ভীষণ স্বেচ্ছাচারী!


অসুস্থ সব লোক লোকালয়,
সৎ অসতে অসুখ কিনে,সুখটা কেবলই আশ্চর্যময়!!
দিনে ভালো রাতে কালো, সাদা পোশাক কাঁদা ঢাকে,
অসত্যের বালি চাপায় সত্য ক'দিন গোপন থাকে!?


নোংরা কিংবা আবর্জনায় কীটপতঙ্গ ভালো থাকে
ময়লা আর কীটের ভীড়ে আমায় ভীষণ পঁচা লাগছে!
নর্দমায় মানুষ হয়ে, ভালো থাকা যায় কি করে!??