আমি নব যুবক
       আসিয়াছি বহুকাল অতীত থেকে
এই যুগে নব্যসভ্যতায় তোমাদের মুক্তি দিতে।


         আমি, স্রষ্টার শের,  আলী!
         আমি, স্রষ্টার তলোয়ার খালিদ..!
         আমি, নবীর পেয়ারা সিদ্দিক...!


আমি, অধর্মের হ্রাস শমসের হাতে অগ্নি শর্মা উমর!
         আমি, এই কালো যুগে সেই কালো লোক
         স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি!


আমি, মানব দানব দেবতার ভয় ন্যায়ের ঝান্ডাধারী,
আমি, এপারে শান্তি ওপারে মুক্তি দিতে,
        তোমাদের দুয়ারে ঘুরি!


        আমার চিৎকারে প্রকম্পিত
        আকাশ বাতাস ভূমি,
        দোহাই লাগে ঘরে থেকো না
        হে আল্লাহ প্রিয় বান্দা তুমি।


        হাত গুটিয়ে বসে থাকলে
        ধ্বংস সুনিশ্চিত, বের হয়ে এসো।
যদি হাত রাখো হাতে, আধার কাটিয়া সূর্য উঠবেই প্রাতে।