ওগো সুদর্শনা তুমি অদ্ভুত সুন্দরী
তোমার রূপের নাই গো শেষ,
যেমন খুশী তেমন সাজোঁ দেখতেও লাগে বেশ।


কখনো পুড়াও দাবদাহে,
কখনো দেখি ভিজিয়াছ তুমি সজল মেঘের জলে
কখনো আবার  স্নিগ্ধ আকাশ আলো–ঝলমলে,


কখনো ধরো কৃষাণীর বেশ  ফসলভরা মাঠে;
শীতে তুমি কুঁকড়ে যাও চাদর মুড়ি দিয়ে,
কুয়াশাচ্ছন্ন রাত্রে তুমি পথ ভুলে যাও পথের বাঁকে, ভোরের শিশির মেখে পায়ে ফিরে আসো আপন পথে! ওগো তুমি পুষ্প সৌরভ,আগুন লাগাও প্রকৃতিতে ---


সেজে উঠো বাসন্তী সাজে তোমার পায়ে মাদল বাজে ওহে সুদর্শনা তোমার রূপের বর্ণনা আর করিবো না, তুমি অদ্ভুত অসাধারণ অবিশ্বাস্য সুন্দরী,
তোমার রূপের কোনো তুলনা হয়না,
সুদর্শনা তুমি অতুলনীয় সুন্দরী।