আমি অপরাধী,
আমাকে শাস্তি দেয়া হোক
অবজ্ঞা-অবহেলায়
আমি ছুঁড়ে ফেলেছি
আমার জননী দেবীর চুমু।
বাবার রক্ত নিংড়ানো ঘামে
স্নান করেছি পদদ্বয়,
আমি এক অবাধ্য নির্দয়,
আমার শাস্তি দেয়া হোক-
আমি হাসতে হাসতে খুন করেছি
ফেরেস্তাসম ভ্রাতার  লালত
স্বপ্ন,
খুন করেছি- তার আদর-সোহাগ,
আদর্শ-বিশ্বাস,
এমন কি ছোট বোনটার
স্রোদ্ধাবোধটুকু।
সত্যি আমি অপরাধী
এক ভয়ঙ্কর অপরাধী-
আমি ক্ষমা চাইনা-
আমাকে শাস্তি দেয়া হোক।
আমি অনেক নারীর সতীত্ব নিয়েছি
কৌশলে- কিংবা হায়নার মতো-
হিংস্র আঘাৎ হেনে।
আমি দোহাই মানিনি, অজুহাত দেখিনি -
আর্তনাদের চিৎকার শুনিনি-
আমি বুঝিনি বিক্ষত বিবেকের শোক,
আমি অপরাধী, মহা অপরাধী আমি
আমাকে শাস্তি দেয়া হোক।
আমি মজুরের ঘাম চুষে তৃষ্ণা মিটিয়েছি,
ক্ষুধার্ত মুখের খাবার নিয়েছি কেড়ে -
যৌতুকলোভী পাষন্ড পশু আমি,
কন্যাদায়গ্রস্ত পিতার সুখ হননকারী।
আমি বন্ধুর হাতে নেশা দিয়েছি-
ভক্তের হাতে অস্ত্র।
আমি দাপট করেছি ক্ষমতার,
ধর্ম নিয়ে আমি ব্যাবসা করেছি
সমাজের এক ভন্ড সাধক,
আমি পাপি- মহাপাপি আমি-
আমাকে আপরাধী ভেবে
শাস্তি দেয়া হোক।
[কামনাহীন প্রতীক্ষা /বিদ্রোহী বিবেক]