সবুজ ঘাসের স্বপ্ন গুলো
হাড়িয়ে গেছে,
বসন্তের কুহু কুহু ডাক
মিশেছে কালো রঙ্গে ।
প্রতিদিনের সকাল প্রসব করে
বিষাক্ত অক্সিজেন -
নাটকীয় রাতের মাতালি সঙ্গমে।
আধুনিকতায় আজ
আঁচল হীন মায়ের কোল,
স্বর্গেও আজ মাথা রাখার ঠঁাই নাই,
বৈষম্যের কাতারে
ভালোবাসা খোঁজে প্রকৃতি,
রামধনুর সাত রং
যেন আজ এতিম সন্তান।
[ পাষাণ বুকে পদাঘাত]