চুপ কর কুত্তা !
ভাল চাসতো - দাম দে,
ভিক্ষা চাইনা - মজুরি দে,
শ্রমের ন্যায্য মুল্য দে।
আর কত ঘাম খাবি ?
চুষবি কত রক্ত ?
কতটা হার মাংস চিবাবি?
অনেক হয়েছে - আর নয় বে,
দে,
দে - আমার পাওনা দে,
ভিক্ষা চাইনা -মজুরি দে।
পরনের ঐ কোট -টাই-পাজামা,
ওটাতেও গন্ধ আছে,
মজুর শ্রমিকের ঘামে ধুয়েই
তোরা ভদ্রলোক,
চুপ কর শুয়ারের বাচ্চা -
চুপ কর,
বন্ধ কর মিথ্যে ভাশন -
লোকদেখানো শোক।
নে - স্বাধীনতা নে,
বিদ্রোহ নে,
সুঠাম দেহের শক্তিটা নে,
বিনিময়ে ঘামের মুল্য দে,
ভিক্ষা চাইনা - মুজুরি দে।
খুজেঁ দেখ অট্টালিকায় -
রক্তের দাগ,
ক্লান্ত নিশ্বাসের শব্দ
কংক্রিট ওখানে,
বালুকনায় অনবদ্য ভালবাসা -
যুগের পর যুগে,
দে,  ন্যায্য পাওনা দে,
ভিক্ষা চাইনা - মুজুরি দে।
[কাব্যগ্রন্থ : ঘামের স্রোত ]