কবিতা তোর লাজ ভাঙাবো,
ভয় রাঙাবো রক্তে,
দস্যু হাতে বাঁধবো তোরে
মনের সাথে শক্তে।
কবিতা তুই আমার বুকে
জড়িয়ে ধরে আয় ঘুমি ,
উড়িয়ে দে তোর পালটা মনের
স্বপ্ন চোখে আয় চুমি।
অচিনপুরে আয় কবিতা
মেঘের ভেলায় ভেসে ,
চলরে ভুলি বিষাদ বিবাদ
সৃজনে স্নিগ্ধ হেসে।
আয় কবিতা বৃষ্টি হয়ে
আমার মনের চালে,
ভিজুক উঠোন মন উচাটন
স্নান করি সুখজলে।
[ঘামের স্রোত ]