ওদের কাছে দেশের স্বাধীনতাটা
বেশ্যার দেহ হয়ে গেছে।
রাত চুক্তিতে হাত বদলায়,
কখনো এপার কখনো ওপার!
কেউ উগ্র মেকাপে সাজায়,
কেউ খাবলে খুবলে ছিঁড়ে খায়-
স্তন,পেট, ঠোঁট, মুখ - যোনিটাও।
এই স্বাধীনতাকেই আমি মানি
মারিয়ামের সতীত্ব ভেবে ।
দিনের পর দিন ওরা বঙ্গবন্ধুকে
দারোয়ান করে রেখেছে।
দুঃশাসনের পাতালপুরে
দুর্নীতির দেয়ালে দেয়ালে
রাষ্ট্র জনক আজ নিশ্চুপ পাহারাদার!
বিপ্লবী মনের রাজপথে -
যাকে আমি রেখেছি নেতা করে,
শতাব্দীর শ্রেষ্ঠ নেতা।
তাঁর ব্যবহৃত কালো কোট ওরা
কুকর্মের মুখে মুখোশ করে রেখেছে ,
যা আমার চেতনার প্রতিক।
বায়ান্ন থেকে একাত্তর তারপর আজ,
ঐ একটি চেতনায় বিস্ময় পৃথিবী।
তর্জনী দেখিয়ে ওরা শোষণ করে!
আর আমি করি প্রতিবাদ দূর্বার,
বৈষম্যের ঘাড় ধরে বলি -
খবর্দার চাটারের দল - খবর্দার ।