কোনকালে কোন অসুর মেরে
হাত গুলো কি নিছিশ ঝেড়ে?
নির্লজ্জ মায়ার দেবী,
শুধুই কি তুই মূর্তি ছবি?
রাজপ্রাসাদ-রাজ্যসভা-রাজপথ,
গঙ্গায়ও আজ রক্ত স্রোত!
ঢাক ঢোলে তোর রথ দোলে,
সব কিছু কি যাস ভুলে?
আজকে কেন রাগিসনা আর?
অসুরের সব বেরেছে বার!
পাষাণ দেবী কামিনী চোখী,
তোর জন্মদাতাও কামুখমুখী!
ধর্ষিত হোস পিতার হাতে,
নিরব মূর্তি মাতাল রাতে!
ছিঃ, ছিঃ নির্লজ্জ দেবী,
মর্ত্য জুড়ে মাটির ছবি?
দেখিসনা আজ শিশু ধর্ষণ,
কলিজা ফেটে অশ্রু বর্ষণ?
নাকি মাটির মতই নিরব রবি?
সন্তান তোর সইবে সবি?
ইচ্ছে করে দেই গুড়িয়ে,
লাথি মেরে দেই উড়িয়ে।
সিংহ পিঠের সিংহাসন টা,
নিস্ক্রিয় হাত দশ টা।
পায়ের নিচের গরুর মাথা ,
সারা অংগের সর্প গাথা ।
তোরে লেংটাকরে কাপড় নিয়ে,
ধর্ষিতাকে জড়িয়ে দিয়ে,
মানবতায় স্রষ্টা পূজি,
সৃষ্টি মাঝে স্রষ্টা খুঁজি।।