পাষণ্ডে সেজদা
----এমআর রকি


জমজ শিশুদুটোর বাবা পুড়ে ছাই হলো,
গর্ভেও পুড়লো কেউ,
মা পুড়লো -বাবা পুড়লো,
বুকের মানিক বুকে নিয়েই
আঙ্গার হলো দুভাই,
ওরা বলছে
ওখানে মসজিদ পুড়ে নাই !!
যদি তাই হয়
আমার সমস্ত ঘৃনা ঐ রক্ষকের দিকে।
যেখানে মায়ের কোলে -
সন্তানের বিভৎস পোড়া কংকাল,
ছাই হওয়া সন্তানের এক টুকরো মাংস -
বুকে জড়াতে মায়ের আকুতি,
যেখানে বাতাসে উড়ছে
পোড়ে মানুষের গন্ধ অবিরত,
সেখানে আরবী হরফের
আমপারা অক্ষত!
যদি তাই হয়
তবে ঐ হরফ রক্ষকের প্রতি
আমার অসন্তোষ।
বড় সার্থপর মনে হয় তাঁকে,
দু চোখা মনে হয়,
মনে হয় দয়ার সাগরে
পাষণ্ড রক্ষক !
ঐ মসজিদ পুড়লে পুড়ে যেতো,
আমপারা জ্বলে ছাই হতো,
তবু যদি বেঁচে থাকতো মা
আর গর্ভের ঐ শিশু টা,
যদি বেঁচে যেতো দুভাইয়ের বুকে
আশ্রিত মানিক।
আমার সকল রাগ - ক্ষোভ-অভিমান,
পুড়ে ছাই হতো।
এখন কষ্ট হাতরে একাকীত্বে কাঁদা হয়,
দুহাত তুলে ফরিয়াদ হয়।
সব চাওয়া না পাওয়া জেনেও -
নিঙারানো বিশ্বাসে হয়
পাষণ্ডের পায়ে সেজদা।