মহাপুরূষ নইযে আমি
নাই মোর মহাখ্যাতি,
মানবতাই ধর্ম আমার
বর্ণ মানবজাতি।
কামার কুমার মেথর মুচি
হোকনা মানব যাই,
তার মাঝেতেই খোদার আসন
শ্রেষ্ঠ পূজার ঠাঁই।
মসজিদ কি গীর্জা কি
কি মিশন কি মন্দির,
মানবতা ছাড়া ঘেন্না আমার
করতে হেথায় নতশির।
নিপীড়িত হয়ে ধুকিয়া ধুকিয়া
মানবের যদি হয় মরন,
মানবতা আমি কাড়িয়া আনিবো
করে ঈশ্বর সনে অভিসরণ।
সম্ভ্রম হারা মানবী যদি
ফিরিয়ে আবার চায় জীবন,
মহামায়ারে লেংটা করে
দিবো ধর্ষিতার গায়ে আচ্ছাদন।
মানব সেবিয়া করিব পূজা
মহাস্রষ্টা ভূপতি,
মানবতাই ধর্ম আমার
বর্ণ মানব জাতি।।