রাত জাগতে ভাললাগতো 
তাই জাগতাম, 
মেঘের ভেলায় কত 
চাঁদে পিছু ছুটতাম। 
তারার ফুলে ভরতাম 
মায়ের আচঁল, 
জোনাকির পাখায় কত দিন 
শুপাড়ি বাগান সাজাতাম ..., 
তখন রাত জাগতে ভাললাগতো 
তাই জাগতাম। 
ওকে ভেবেও 
অনেক জেগেছি রাত, 
ভালবাসার বেষ্যাবিত্তে 
মাদক পুজারী হাত। 
নিশাচর আমি 
নেশাখোর হয়ে, 
হাজার কষ্ট 
হাসিমুখে  সয়ে। 
শুধু তাকেই ভাবতাম 
আর সপ্ন দেখতাম, 
রাত জাগতে ভাললাগতো 
তাই জাগতাম। 
আজও রাত জাগি - 
তবে তা ভাললাগা থেকে নয়, 
এক অসহনীয় যন্ত্রণায়। 
হাজার রাতের সৃতি হাতরে 
ঘুমানোর প্রচন্ড তৃষ্ণায় 
রাতের রক্তক্ষননে হয় ভোর, 
অনেক দিন পরে 
আজ আবার আমি নিশাচর ।