কষ্ট নেবে? নাওনা কিছু -
অনেক গুলো আছে,
দেখতে তবে কষ্টে মানুষ
কেমন করে বাঁচে।
কষ্ট আমার পথের ধারে
উদোম বুকের হার,
অনাহারে নেতিয়ে কাঁদা
আঁচল ধরে মা, র।
সদাই নাকে হিনীত ঝরে
ঠান্ডা জ্বরে হাঁচে,
কষ্ট নিবে? নাওনা কিছু
অনেক গুলো আছে।
কষ্ট আমার রিক্সা ওয়ালার
প্যটেলে ক্লান্ত পা,
ঘামে ভেজা হদল জামা
লেপ্টে থাকা গা ।
ছেড়া গামছায় হাজার কষ্ট
যত্নে রাখে কাঁধে,
বাঁচতে হলে লড়তে হবে
শক্তে কোমড় বাঁধে।
রোদ জ্বলা কি বৃষ্টি ভিজা
সবই এক তার কাছে,
কষ্ট নেবে? নাওনা কিছু
অনেক গুলো আছে।
কুলি-মজুরের কষ্ট আছে
বিশাল বোঝা ঘারে,
রোজ খেয়ে যায় জীবনটারে
বাত বেদনা হাড়ে।
ন্যায্য চাওয়া হয়না পাওয়া
কষ্টে কাঁদে অধিকার,
উচুঁ নিচুর বৈষম্যে
কষ্ট জমে একাকার।
জোচ্চুরীরা জোকের মত
রক্ত চুষে বাঁচে,
কষ্ট নিবে? নাওনা কিছু
অনেক গুলো আছে।
কষ্ট আছে বেকার জনের
কর্মশূণ্য হাত,
ডিগ্রি থেকেও হয়না জোটা
ক'খান মুখের ভাত।
মেধার বুকে কোঠা পাথর
কষ্ট হয়ে বসে,
ফুলের মত লক্ষ জীবন
খুন করছে হেসে।
কষ্টে ভরা বেকার জীবন
ওরা কষ্ট কিনে-বেচে,
কষ্ট নেবে? নাওনা কিছু
অনেক গুলো আছে।