এমনিতেই স্বপ্ন দেখতে
এখন ভয় করি,
তারউপর তোমার রক্ত চোখ।
আজ আমি
সাদা-কালোর মাঝখানে -
নিল সিমারেখায় দাড়িয়ে।
দু হাতে দু'মুঠো বিশ্বাস,
দু চোখে দু'ফোটা অশ্রু,
শুধু এতটুকুর জন্যই
আমার বেঁচে থাকা।
অশ্রুতে স্নান করে -
বিশ্বাসে ফলে ফসল,
কিছু তিক্ততা -
সীমাহীন বিষন্নতা।
যতদুর চোখ যায়
স্বপ্ন উড়াই,
দু ফোটা অশ্রু আর -
দু 'মুঠো বিশ্বাসে বড়াই।
শুধু তুমিই পারবে
শীতল বাতাসে -
ঘাটে ভিড়িয়ে দিতে
আমার স্বপ্ন তরী।