আমার হৃদয় উঠানে স্বপ্নের চাষ করেছি
সবুজ ঘাসের স্বপ্ন,
রাতের অশ্রু সবুজের বুকে সাজিয়েছে
মুক্তা চাদরের বিছানা -
বিক্ষত রাতের রক্ত রাঙ্গিয়েছে
ধোয়াঁঢাকা সকালের পৃথিবী।
ঘৃনার কাথা মুড়িয়ে
আমি দৃষ্টি মেলে আছি -
আমার হৃদয় উঠানের স্বপ্নের দিকে।
পাখির কলতান মিশানো
তোমার পায়ের শব্দ শোনার অপেক্ষায়।
কখন তুমি আসবে,
কখন আকঁবে পদাংক
আমার সবুজ স্বপ্নের
মুক্তা চাদরের বিছানায়।
আবার নতুন করে কখন পিষ্টো হবে
আমার হৃদয় উঠানে সদ্য গজিয়ে ওঠা
সবুজ ঘাসের স্বপ্ন।