আজ খুব ইচ্ছে করছিল
তোর একাকীত্বের ভাবনাটায়
জোড় শালিকের গান শোনাতে!
খড়কুটোর নিজের বাসা,
স্বপ্নগুলো আপন চাষা,
বপন - রোপন -হরহামেশা থাকে।
ধানের মূল্য যাই হোক,
গায়ে গতরেই সোধ,
দিনের শেষে পাশে ঐ এক জনই
কপালের ঘাম মুছে -
যার স্বপ্নে ব্যথা আদরের বোধ।
জোৎস্না জলে ধুয়ে যায় ঘাম,
একজন শ্রমিক
অপরজন শ্রমের দাম।
[ঘামের স্রোত ]