খুব একটা দেরি হবেনা এখানে,
সামান্য গোঁজগাজ হলেই -
তুমি বাহক পাঠিও।
জুম্মা ওয়াক্তেই আমি সওয়ার হবো
আজ্রাঈলের কোলে বসে।
যদি বৃহস্পতি আর সোম হয়,
তবে একটা আজোয়া দিও -
ঠিক ওপারে নিয়ে।
না না, আমি কারোর কাছে
কিছুই পাইনা,
কারোই নেই ঋৃণ,
চামার চান্ডালের সংসারে
আজন্ম দায় ভার আমার,
অযোগ্যতায় অবহেলা করেছি কতদিন!
প্রাপ্যতা ঢের বেশীই হয়েছে,
যার প্রতিদানও দেয়া হয়নি,
দেয়া হয়নি অসহায়ের অশ্রু মুছে,
শ্রমিকের পাওনা, অভাবীর জাকাত-
আরো কত কত ঋৃণ!
হিসেবটা না মিটিয়ে কোন মুখে
তোমার সামনে দাঁড়াবো বলো?
ক'দিন পরেই নাহয় পালকিটা দিও,
খুব একটা দেরী হবেনা এখানে,
সামান্য গোঁজগাজ হলেই
তুমি বাহক পাঠিয়ে দিও।
আমার সাধ্যমত তোমার ডাকে
উৎসুক যাত্রী হবো।।