হে বন্ধুসকল!
আমাকে আঘাত করুন।
ভাইয়েরা আমার,
আমাকে আঘাত করুন।


আমি মহাকালের আগন্তুক,
আপনাদের (অ)সভ্যতার ত্রাস-
সম্মিলিত শক্তি প্রয়োগ করে
ডেকে আনুন আমার সর্বনাশ।


আমি বর্বর-নগ্নযুগের বনস্পতি,
প্রস্তরযুগের যুগান্তকারী আবিষ্কার-
অগ্নিগর্ভ থেকে সৃষ্ট নরাধম,
আমাকে আঘাত করুন- হরদম!


আমি মিশরীয়, ব্যাবিলনীয়, মেসোপটেমীয়-
সিন্ধু, মোহেন-জো-দারো, মায়ান সভ্যতার
একমাত্র জীবন্ত ফসিল!
মধ্যযুগের আফ্রিকান বর্বর আমি-
প্রাচ্য-পাশ্চাত্যে সব আমার-
বজ্রকঠোর, নির্দয়, পাষাণ দিল!


সপ্তম শতকের প্রথম গণতান্ত্রিক রাজা-
আমিই সে গোপাল, আমি মাৎসন্যায়!
আমি সুলতানি যুগের স্বাধীন সালতানাৎ,
আমি পর্তুগিজ জলদস্যু, বঙ্গোপসাগরের উৎপাত!


আমি বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ,
বিশ শতকের আমি ঔপনিবেশিক আমলা-
স্বাধীন পাকিস্তানের আমি ছিলাম,
বঞ্চিত দিনমজুর, আমি কামলা!


একবিংশ শতাব্দীর স্বাধীন বাংলাদেশ,
ভেবেছিলাম এখানেই আমার গল্প শেষ!
আঘাতে আঘাতে জর্জরিত আমি,
এবার সত্যিই হবো- নিরুদ্দেশ!


নিরুদ্দেশ নয়, নিঃশেষ হবো-
আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত,
আমায় আঘাত করুন-
তারপর হোন শান্ত!


রচনাকাল: ০৩.১০.২০১৭ খ্রি: