জয় হোক জনতার-
ক্ষয় হোক দানবের,
মুছে যাক পাপ সব-
জয় হোক মানবের!


মানবিক পৃথিবীতে-
দানবিক যুদ্ধ,
শাস্ত্রের অস্ত্রের-
লড়াই হোক বন্ধ!


অন্ধকার দ্বন্দ্বের-
অগোছালো তর্কের-
খোঁজ গন্তব্য,
দুষ্টের অপরাধে-
শিষ্টের বিচারে-
করো মন্তব্য!


পাপাচারী রাজাদের-
অনাহারী প্রজাদের,
কে দেবে খাদ্য?
যুদ্ধবাজ রাষ্ট্রের-
নিরস্ত্র সেনাদের,
হাতে দেবে বাদ্য?


শান্তির দেবতারা-
কেন হয় বনবাসী?
জাহান্নামী পিশাচেরা-
হাসে (কেন) পুষ্পের হাসি?


থেমে যাক্ ঝড় আজ-
হয়ে যাক্ ক্লান্ত,
জেগে যাক্ মানুষেরা-
পৃথিবীটা (হোক) শান্ত!


কবিতার মায়াজালে-
কবি বিভ্রান্ত,
ছন্দের লুকোচুরি-
আজ দিক্ ক্ষান্ত!


এই কথা বলে শেষে-
আজ দেবো নিস্তার,
হোক জয় মানবের-
জয় হোক মানবতার!


রচনাকাল : ২১.১০.২০১৭ খ্রি: