কবিতা, তুমি সর্বহারার-
মর্মস্পর্শী আর্তচিৎকার,
কবিতা, তুমি অসহায় মানবের-
স্পষ্টভাষী এক পাহারাদার!


কবিতা, তুমি চির বিদ্রোহী-
তুমি ভেঙে-চুরে করো সব চুরমার,
অভাগা'র ভাগ্যদাতা তুমি, কবিতা-
তোমার কন্ঠে শুনি আমার অধিকার!


কবিতা, তুমি বিরোধীদের দলনেত্রী,
তোমার স্কন্ধে চড়ে হাঁটুভাঙা সব- অভিযাত্রী!
কবিতা, তোমার উজ্জ্বল দ্যুতিতে-
দূর হয় অন্ধকারের রাত্রি!


কবিতা, তুমি স্বাধীনতার ভাষণ-
শোষণ বিহীন সমাজের আশা,
কবিতা, তোমার উষ্ণ কোমল ঠোঁটে-
সহস্র লম্পট খুঁজে হীন ভালবাসা!


কবিতা, তুমি আমার না বলা সব কথা-
তুমি যন্ত্রণানাশক -দূর করো সব ব্যথা!
কবিতা, আমার আপাদমস্তক জুড়ে তুমি-
ভবঘুরে কবির তুমি - অবাধ স্বাধীন ভূমি!


রচনাকাল : ১২.১০.২০১৭ খ্রি: