পরিচয়ে বাঙাল তারা-
পক্ষ নেয়ার কাঙাল,
পক্ষ নিতে দক্ষ বিশাল-
গর্বিত, তাহারা বাঙাল!


ট্রাম্পের পাগলামী আর,
কিম জংয়ের ঢং-
একবার যায় নিউইয়র্কে,
পরক্ষণে পিয়ংইয়ং!


বাবা পাগল ব্রাজিলের-
ছেলেরা আর্জেন্টাইন,
মেসি-নেইমারের বন্ধুত্ব-
ভেঙে করে খান খান!


কেউ পাগল শেবাগের-
কেউ বা আফ্রিদির,
পাক-ভারতের যুদ্ধক্ষেত্রে-
লড়ে বাংলার বীর!


একপক্ষে মুক্তিযোদ্ধা-
ওদিকে রাজাকার,
একাত্তরের যুদ্ধটা যেন-
শেষ হবে না আর!


দিনের বেলা সাধু সবাই-
রাত্রিকালীন চোর,
গৃহস্থেরা কেঁদে বেড়ায়-
কখন হবে ভোর!


আসল ঘরে নাই মশারি-
ঢেঁকি ঘরে চান্দা,
বিশ্বসেরা বুদ্ধিজীবী-
আল্লাহর সেরা বান্দা!


দোহাই লাগে করুন ক্ষমা-
এইবার দিন ক্ষান্ত,
পক্ষাপক্ষি দূরে ঠেলে-
সবাই হোন শান্ত!


রচনাকাল : ১১.১০.২০১৭ খ্রিঃ