অদ্ভুত পৃথিবীর বুকে-
ভুতুড়ে সভ্যতার খোঁজে,
মিছে ভয় কিছু অভিনয়-
হায় মরি, মরি লাজে!


সম্পর্কের ভীতু আস্ফালনে-
উপেক্ষিত হৃদয়ের স্পন্দন,
ব্রহ্মাণ্ডের অকাল রোদনে-
বিলম্বিত সভ্যতার মিলন!


সভ্যতার উন্মুক্ত উর্বর প্রান্তরে-
শুধুই কলমিলতার চাষ?
অনাহারী চোখে মানব-দানব,
সহিছে এক অদ্ভুত উপহাস!


আসমুদ্র-হিমাচল ঘুরছে উন্মাতাল-
হুঁশ নেই তবু জমিনের তরে!
হৃদয় নিয়ে রাজনৈতিক চক্রে-
সভ্যতার আজ এ কী হাল!


'বাঁচাও প্রভু' -
আজি প্রভুভক্তের এই কলরব,
প্রভুত্বের লড়াইয়ে ধ্বংস হতেছে সব-
শকুনেরা দাহিছে সভ্যতার শব!


-ত্রিশাল/০৩.১০.২০১৭ খ্রি: