আমি কি নিয়ে আজ কবিতা লিখব?


নেই সেই আগের মত রূপসী প্রকৃতি,
নেই সেই আগের মত জীবন দর্শন,
নেই সেই আগের মত মাতাল আকর্ষন,
ঢাকা শহর ছেঁয়ে গেছে এক যান্ত্রিক মেঘে।


বিদ্রোহী কবিরাও আজ ক্লান্ত।
তারাও ক্ষনিকের জন্য 'টি এস সি' তে এসে ঘুরে যায়।
রং চা খায়।
আনমনে চেয়ে থাকে।
তাদের কবিতার লাইন গুলো আটকে আছে ঢাকার বই মেলায়,
অনেক গুলো বইয়ের ভীড়ে।


তাদের শ্লোগান আটকে আছে শাহবাগের মুক্ত মঞ্চে।
কিন্তু সেখানেও আজ অনেক জ্যাম।
সমস্ত কবিতা আটকে আছে এই জ্যামের মত।
রুদ্ধশ্বাসে সবাই করছে প্রতীক্ষা।
উত্তপ্ত এই শহর, বর্ষার বৃষ্টিতে শান্ত হয় না।
সেখানে কবিতা শুধুই বিলাসিতা।


আমি কি নিয়ে আজ কবিতা লিখব?


যেখানে থাকার কথা সারি সারি গাছ,
কৃষ্ণচূড়ার ফুলে ছেঁয়ে যাবে পথ,
নিশব্দের রাত্রে হেটে যাবে সঞ্জীব দা,
পাখির শব্দ শোনা যাবে,
নিরালায় বসে কবিতা লিখবেন শামসুর রহমান।
কিন্তু আজ সেখানে শুধু গাড়ির শব্দ।


পিপার্সাত কাক পানির কলসি খুঁজে,
আর, চাতকেরা অপেক্ষায় থাকে
এক পশলা বৃষ্টির জন্য ।


কবিরা কাদের দলে,
কি নিয়ে কবিতা লিখবে,
তারাও বসে ভাবছে,
"আমি কি নিয়ে আজ কবিতা লিখব?"